মুখোশ যতই পড়ো তুমি, এটাই কর স্মরন,
মুখোশের নিচে চেনা না যায় যাতে, দুষ্কৃতীর সমর্থন।


তবু হতে চাও গন্যমান্য শুধুমাত্র বংশ-পরিচয়ে,
অবাক পৃথিবী অবাক করলে অজ্ঞানের আশ্রয়ে।


শিক্ষা কর্ম জনসমর্থনের চেয়েও বড় বংশ,
এরাই নাকি বাদ দেবে বর্ন থেকে বর্গ।


ঘুনপোকার মত এরা দেশকে খেতে চায়,
বলার বলতে একটাই বংশের দোহায়।


বিদ্যা বুদ্ধি কিচ্ছু নেই, সবই ধার করা,
অযুক্তিক বিতর্কে এদের জীবনটাই ভরা।


স্বপ্ন কিন্তু আকাশ কুসুম,রাজ দেশের সিংহাসনে,
ইতিহাসের পুন:রাবৃতি বিচার সুপ্ত মনের গহনে।


এইভাবেই যদি চলে দেশের ভাগ্য,
এলাহি ভরসা! অনুন্নতির সঙ্গে সখ্য।