জগতের পতি তুমি সবার পালনকর্তা
বিষ্ণুর অবতার তুমি, সকলেরই দুখহর্তা,
রাম রাজ্যের স্থাপক তুমি, তুমি আমার রাম,
রামদরবার তোমায় সমর্পন আমার প্রাণ।


তোমার রচিত সংসারে, তুমিই ক্ষমার সাগর,
সতবুদ্ধি উদয়, তবেই জগতে তোমার আদর।
অশুভের বিনাশ,আর শুভশক্তির জয়,
রামায়ণ মহাকাব্যে লিখিত, জয় রামের জয়।


প্রজার প্রতি কর্তব্য আর প্রজার প্রতি প্রেম,
প্রজা যেন প্রজা নয়, এই আপন ভাত্রিপ্রেম,
এটাইতো আমার রামের দায়িত্ব,
রাজার রাজা আমার রাম রাজত্ব।


পাচশ বতসর লড়াই আর শুধু তপশ্যা,
আমার রামকে নিয়ে শুধু বাকবিতন্ডা,
আজ রাবন দেখে যা এসে অযোধ্যা,
স্মিত হাসিতে, কেমন সেজেছে আমার রামলালা।