কর্তারূপে আবির্ভূত নতূন আব্তার,
দুদিন আগে সেই ছিল প্রিয় সমাঝ্দার।
কর্তির সুনজরে আগত ফরমানে,
উদিত হল এক নতূন বয়ানে।


জিবিকায় ক্ষমতা-নেশার আফুরান ঝুলি,
দাসত্বের আস্ফালন, ষড়যন্ত্রের বুলি।
নিজেকে রাজা করে শাস্তি দেয় কারে,
আপন সমাজ পরে অবিচার করে।


আস্ফালন সর্ব্স্য, আধিকারিক দৃষ্টি,
দাম্ভিক মনের প্রকাশ, করে অনাসৃষ্টি।
নিজের এক্তিয়ার ভুলে বিচারক ভূমিকা,
তাবেদারদের মুখের কথায় কৃত্তিম বিভিষিকা।


নিজের কদর বাড়িয়ে করে পর্বতপ্রমান,
যেদিন এক্ধাক্কাই ভাঙবে সকল মান।
সেদিন অভিমানী সুরে হবে শুধুই তিরস্কার,
অত্যাচার অপমান সকলের বিচার।


-তাং ২০/৪/১৭ (বৃহঃস্পতিবার)