আবেগ দিয়ে না বুদ্ধিমত্তা দিয়ে?
আই কিউ না ই কিউ?
কি দিয়ে হয় মানুষ চেনা?
না কি সবাই অচেনা?


আজ আবেগের কোথায় দাম,
সবার নিমিত্ত সুখ আর আরাম।
আজ পৃথিবীটা কি আবেগহীন?
তাইতো ফুলের মত শিশুতেও আসক্তিহীন।


শরীরটা সর্বস্য যখন, আবেগে কিসের দাম,
রাত পোহালেই, পাওয়া যাবে যখন রঙীন খাম ।
আবেগ নিয়ে কি পেট চলে যে , এত শত চিন্তা,
দুদিনের জীবন , তাতে আবার আবেগী ভালবাসা!
হা হা হা!