চক্ষু হতে মস্তিকের অবচেতন স্থানে,
স্পষ্ট থেকে ক্রমে আবছা ক্ষনে ক্ষনে।
মন যাকে ধরতে চায় তাকেই শুধু ধরে।
আমার মনে ধরে, তোর মনের বাঁকে।


আমি আমার সাধ্যমত তোর কাছে যাই,
কিন্তু মাঝে মাঝে সাবধানে বিপদও এরাই।
এইতো সেদিন সাহস করে যেই চিঠিটা দেব,
মনের মাঝে হটাত উদয় বন্ধুত্ব উকি দিল।


ভয় হয় না চির ধরে এই বন্ধুভাব,
অচিরে না শেষ হয়, সম্পর্ক স্বভাব,
স্বপ্নতেই শান্ত রাখি, মনের আন্দোলন,
মনের কথা মন দিয়ে কবে হবে সঞ্চালন।