পুরাতন বলে,


ক্রদ্ধ যখন রুদ্ধ্দ্বার,
স্ংস্কারের অবিশ্বাস্য হার।
পুরাতনের উপর নুতনের জয়?
নুতন শুধুই প্রাচাত্যময়।


নুতন বলে,


স্ংস্কারের নামে শুধু শাসন,
কুস্ংস্কারে সমাজের পতন।
প্রাচাত্যে বিজ্ঞান র্চচা,
সকলের আতিসয্যা।


পুরাতন বলে,


নতুন তুমি বিলাশময়,
বিলাশীতায় মোড়া,
নৈতিকতার নাই বালাই,
র্সম্পক টাকা দিয়ে গড়া।


নুতন বলে,


উন্মুক্ত মন আমার,
থামিনা কোনো বাধাই,
বড় বড় বুলি সব,
কেয়ার করি থোরাই।


-তাং ১/৪/১৭ (শনিবার)