দীনতা অনেক ছিল জীবনে,
সীমাহীন দু:খ।
নিদ্রাজড়  ছিল রাত্রি,
দিবাগত বিষবৃক্ষ।


নির্বানের পথে আকৃষ্ট যেদিন,
তুচ্ছ লাগিল জ্বালা।
ব্যপ্ত অলীক মিছে এসংসারে,
ফুরাল প্রাচীন খেলা।