জীবন্ত হয়েছে কবি
জন্মালয়ে এসে,
একাকিত্বের করুণ বিসাদ,
মুখ চেপে হাঁসে।


জীব্ন যুদ্ধে বাঁচতে গিয়ে
বিরোধের ভাষা,
ভুলতে বসেছিল কবি
বাঁচার সকল আশা।


সম্ভিত ফিরল যখন
"বাঁচতে পারি" বলে
চিৎকার করেছে কবি
কবিতার ছলে।


বাংলা ভাষা, প্রানের ভাষা,
বাংলা ভাষার গান,
বাংলার মাটি, বাংলার বায়ু
অমৃত সমান।


বাংলা ভাষায় বিশ্বকবি
হলেন রবীন্দ্রনাথ,
কবি নজরুল লিখেন
সাম্যবাদের গান।


সুকান্ত জসীমউদ্দীন
আরো কতো কবি
জন্মেছেন বাংলাতে
জীব্ন্ত বাংলার ছবি।


নবীন কবি বলে কেউ
করো না নগণ্য,
হতেই পারে ভবিষতে
তিনি অগ্রগন্য।


-তাং ৩০/০৩/১৭ (বৃহঃস্পতিবার)