ভাল সবাই হতে চায়,
ভাল সবাই করতেও চায়,
কিন্তু সবাই অসহায়,
ভাল করলেও খারাপ হয়,
খারাপের কবলে ভাল।


খারাপের নেশায় ভাল হতে দেয় না,
তা বলে অনুশোচনাও হয় না?
অবশ্যই হয়, কিন্তু সমাজ সুযোগ দেয় না।
খারাপ আরো খারাপ হয়,
ভাল আরো ভাল।


কিছু ভাল করার তাগিদ যেদিন কুরে কুরে খায়,
পথ ঘাট হাতরে বেড়াই,  কি করি, কোথায় যায়,
সেদিন সবাই পরিহাস করে, যেন আমি বাত্য,
ভাল হওয়ার,ভাল করার লাইসেন্সটা যে তাদের আভিজাত্য।