চমকে দেব চটক দিয়ে,
যেন আজ রাজার বিয়ে,
ত্রিতাক শেষ আজ?


আসলে এক আস্ত শূন্য,
বোকা বানানোও কার্পন্য।
ত্রিতাক শেষ আজ?


ত্রিতাক শেষ হতে পারে,
কালো সাগরের দেশে,
আমাদের দেশে শেষ হলে,
ধর্ম যে যাবে জলে।
ধর্মের যত বিচক্ষনেরা থাকে যে শুধু এদেশে।


আইনের মধ্যে চুরিবিদ্যা, আইন চুরি নয়?
সবার জন্য সমান আইন শাস্ত্রসম্মত হয়?


"বিদ্দত" গেল এখন আছে মক্ষোম দুটি হাতে,
পিঠে না পারলেও মারব তোকে কাপড় আর ভাতে,
মেয়েদের আবার এতোকিছু লাগে নাকি জীবন চালাতে।


সাবাসী আর নামে ডাকে হল অনেক হাকাহাকি,
সবই তো লোক দেখানো, পুরোটাই ফাঁকি।


ত্রিতাক শেষ আজ?