সমাজ জীব্ন চলছে কিছু অন্যায় আসকারাই,
দ্বিধাগ্রস্থ মন তবু দায়ীত্বের নিস্তার নাই।
দায়ীত্ব যে বহন করে তারেই দায়ীত্ব ধরে,
মিষ্টি কথায় এড়িয়ে যাওয়া, শিল্পের মধ্যে পড়ে।


মনে নিয়ে দ্বিধা যাহাই করা হোক,
বিরক্তির না হয় বহিঃপ্রকাশ, অন্তজ্বলা শোক।
অনন্ত এ সীমাহীন , অস্বস্থিকর পরিবেশ,
দায়ীত্ব না এড়িয়ে যাওয়ার নিছকই ক্লেশ।


দ্বিধা নিয়ে উপস্থিত জীবনের কিছু অধ্যায়,
অতিগুরুত্ব থাকিলেও এড়ানোর নাই উপায়।
নিশ্চিত বিপদের সম্মুখীন হয়ে
নিরুত্তাপ জীব্ন পথ চলে যায় বয়ে।


-তাং ৩/৫/১৭ (বুধবার)