বিভোর ছিলাম আমি তোর আনমনেতে,
ভাবতাম আকাশের তারার মত,
তুই জলবিম্ব হয়ে রাখবি আমায়,
অবুঝ মন,  বুঝতে পারেনি,
বিভোর ছিলি তুই অন্য খেয়ালেতে,
অতিশয় নিমোঘের দিকে।


সব উপেক্ষা ভালবাসা ভেবে,
নিয়তিকে দিয়েছি আহবান,
কষ্ট যত মুখ বুঝে ভেবেছি,
নিয়মের নিধান,
হায় বিধাতার বিধানের,
তুচ্ছতার দাস আমি,
সহ্যের শিকার।