জানি রাখবে না কেঊ মনে শহীদ বলে,
বিজ্ঞরা বলবে অহেতুক মৃত্যুকে গলে নিলে।


অদ্ভূত যুক্তি আরো দেবেন কত কিছু
কিন্তু বলবে না একবারো "আমিও কিন্তু ..."।


সরব হওয়া দুরের কথা সহানুভূতিও নাই,
অবাক লাগে এদেরকে গুনীজন ভাবতে হায়!


হিংসাকে দূর করার কথাই, শুধুই শুনি বুলি,
অমরনাথের পথে মাঝে শুধু মৃত্যুমিছিল গুনি।


অমরনাথের পথে আমরা ছিলাম জনা যাট,
সাতজন প্রান হারাল , হল হিংসার  শিকার।


হিংসা ছড়িয়ে জেতা যাই ভূমি,মন জেতা যায়না,
বেহেস্ত স্থান আমাদের পাকা , তোদের জাহানামেও "না"।


এইযে বিনা কসুরে জীবন টাকে তোরা নিলি,
নিজের জমীরের কাছেই কিন্তু নিজে হারলি।


মনে না রাখুক রক্ত মাংসের জ্যন্ত মানুষেরা,
অমরনাথের পায়ের নিচে থাকবে রক্তাঞ্জলি লেখা।