ধর্ম যখন অন্ধ জ্বরে আচ্ছন্ন, অবলুপ্ত
বিধাতাও বিষাদ ভরে দীর্ঘশ্বাস ছেড়ে
তদন্ত করে সমাজ জীব্ন কেন আজ বদ্য
অচিরে বিনাশ অবসম্ভ্ভাবী।


তদন্তে কষ্টিবিচার সমাজ বিপথ্গামী,
দায়ী কিন্তু আছে যে হোতা,
ছ্ড়ায় বিদ্বেষ নিজেরই স্বার্থে,
নিজে না হলেও যুক্ত কোন নেতা।
বিভেদ জন্মান যার পেশা ও নেশা।


ধর্ম এখন ব্ড় হাতিয়ার, ভোটের রাজনীতি,
অশিক্ষা, কুসংস্কার ও "আমরা-ওরা" দুর্মতি,
বিরক্ত শিক্ষিত সমাজ, আছে কিছু ভয়,
হঠাত করে সবাই যেন ধর্মাচারী হয়,
ধর্ম নিয়ে শুরু হইয়েছে বড়ই মাতামাতি।
বরং, এসো বাচাই প্রান, চিত্তেরে বিকশিত করি।


ধর্ম মানে ধারন করা, আপন অধিকার,
ধর্ম দিয়ে কি হয়, চরিত্রের বিচার?
ধর্ম যদি মানবের মানদন্ডই হয়,
এককসংখ্যক দেশেও কেন অত্যাচার হয়?


কেন "ধর্ম আজ রাজনীতি",করতে হবে বিচার,
না তা হলে আসছে যুগ ঘোর অন্ধকার।
ধর্ম সকল বিরাজ করে এই মুলমন্ত্রের ঘরে,
কোনো ধর্মই দেয় না সায় অন্যয়-অত্যাচারে ।


-তাং ২৮/০৪/১৭ (শুক্রবার)