"আমির" ঘরে জন্মান, যদি হয় বড়ো পরিচয়
থাক সে কপাল না হয় হল, দরিদ্রী আশ্রয় ।
দেখি যখন, অট্টালিকায় আমীরের বেয়াদবি ,
হিংসা হয়, আটকে রাখি মাসুমের দাপাদাপি।
অন্যায়েও আজ রক্ষে, আমীরজাদা সব ,
এখুনি তার গর্দান যেত,দুর্ভাগ্য হত নসিব।
গরীব আর আমীরের, তফাত শুধু পরিচয়ে,
গরীবরা থাকে সদায় প্রকৃতি মায়ের আশ্রয়ে,
তবু তার ভাত দুমুঠো , যেন অন্যায় আবদার,
আমীর তোর দিল নেই, দিমাগ সমাঝদার।
ইচ্ছে করে আমিও হব "আমীর" একজন,
দিমাগে নয়,দিলের আমীর আমার স্বপন।


তাং ৫/৫/১৭ (শুক্রবার)