পরের জন্মে নিগ্রো হব
ইচ্ছেমত সুন্দর হব ওদের মত,
এ জন্মের ভুলগুলো সব শুধরে নেব।
যারা আমায় ভুল শিখিয়ে, ভুল বুঝিয়ে
নষ্ট করেছে মগজ
ওদের উচিৎ শিক্ষা দেব!
সাদা-কালোর বিভেদকারী যারা
তাদের ঠিকই দেখে নেব!
গায়ের রংয়ে মানুষ চেনে যারা
তাদের আসল রং চিনিয়ে
কঠিন প্রতিশোধ নেব!
পরের জন্মে ঠিকই আমি নিগ্রো হব,
সত্যিকারের সুন্দর হব কলমের কালির মত
হীরের মত চকচক নয় তবুও অমূল্য হব।
তখন ঠিকই শ্বেতাঙ্গদের একহাত নেব!
সকল ইচ্ছা পূর্ণ হলে
সদলবলে এক মিছিলে স্লোগান দেব
'রংহীন এক পৃথিবী চাই, সাদা-কালোর বিভেদ নাই'।