প্রথম যেদিন 'মা' ডেকেছিলাম মাগো তোমারে
জননী তোমার সে কী উচ্ছ্বাস! সে কী আনন্দ!
সেদিন যদি বুঝতাম তবে 'মা' বলে ডাকতাম বারেবারে।
চিৎকার করে বলতাম,
'আমার জন্মদাত্রী তুমি
আমার কারিগর তুমি
আমার সর্বস্ব তুমি
মাগো, তুমি থেকেই এই আমি।'


বড় হয়ে কতবার কারণে, অকারণে
নিদ্রায়, জাগরণে, ক্ষুধায়, তৃষ্ণায়
তোমারে ডেকেছি 'মা'।
তুমি সেই প্রথম 'মা' ডাকের উল্লাস নিয়েই ছুটে আসো, আমি বুঝতে পারি।
বুঝতে পারি, লম্বায় যতই বড় হই,
তোমার কাছে আমি সেই প্রথম 'মা' বলে ডাকা অবোধ শিশু।
তবে অসুস্থ হয়ে যেদিন তুমি বললে,
'বয়স হলে মা হয় মেয়ে'
সেদিন থেকে আমি অনেক বড় হয়ে গেছি
সেদিন থেকে তুমি শুধু মা নও
তুমি আমার মেয়ে।
তুমি আমায় আদর করে ডাকো 'বাবা'
মাগো, আমি সত্যি সত্যি তোমার বাবা।