পাথরেই যদি ফুটেছে ফুল
তোমার ফুলের বাগানে পাথর বসাও মালী,
আর তার উপর প্রেমের পরশ দিও ঢালি
তুমি যে প্রেমবাগিচার মালী।
ফুলের গন্ধে আজ হও না মাতাল
হৃদয়ে বাজুক শুধুই ত্রিতাল
প্রাণে প্রাণে লাগুক দুর্বার ঝাঁকি
পাগলা, ঝাপ দিবি নাকি?


পূর্বের বেলা পশ্চিমে যায়
সারাজীবন করলে হায় হায়
এবার না হয় বাঁকা চোখে পৃথিবী দেখো
রঙিন দিনের ছোঁয়া পেয়ে জেগে ওঠো।
লাল পিঁপড়ে লুটে নিলো সকল মধু
তোমার জন্য কিছুই আর থাকবে না সাধু।
সরেস ফলের হাঁট মিলেছে বটের তলায়
মেঘাচ্ছন্ন চাঁদও আজ দিচ্ছে উঁকিঝুঁকি
পাগলা, ঝাপ দিবি নাকি?


জীবনসমুদ্রে উত্তাল ঢেউ আজ
নোনা জলে ভেসে উঠেছে তলানির মধু,
লোভ সামলাতে পারবে কি সাধু?
যদি নাই পারো তবে কোমরে গামছা বাধো
আর বিলম্ব কিসে?
কী ভয় চোরের উপহাসে
নিরামিষ খেয়ে আর লাভ কী,
পাগলা, ঝাপ দিবি নাকি?