দুর্যোগময় এই কলির সন্ধ্যায় উন্মাদ ব্যভিচারী
দ্বারেদ্বারে কান্নার রোল নিরীহের আহাজারি।
মানবতার হত্যাকারী মানুষরূপী একদল
তামাক সাজাতে ব্যস্ত রয়েছে সত্যের সৈন্যদল।


মানুষের রক্ত ঝরতে  দেখে রক্তে লাগে টান
শিরায় শিরায় গর্জে ওঠে মুক্তিসেনার প্রাণ।
বায়ান্ন, একাত্তর জয় করেছে আমার পূর্বপুরুষ
আমিও তেমন ছাড় দেব না, নই আমি বেহুঁশ।


ধর্ষিতার ক্রন্দনে, নিহতের রক্তে নাফের গভীরতা বাড়ে
খুন চেপেছে, ঝড় উঠেছে আমার শিরে।
জবাই করে অবোধ শিশু রাক্ষস কালনেমি
অসুর বধে গড়বো শিশুর বাসযোগ্য ভূমি।


অন্যায়ের রাজত্ব আর নয়, নয় আর অত্যাচার
দুষ্ট দমনে যুদ্ধ হবে, প্রলয় হবে আরো একবার।
আমার পরাক্রম দেখে, শত্রুর বুক করে ঢিবঢিব
কম্পমান শত্রুশিবির, কবিতা আমার কলির গাণ্ডীব।