ক্ষুধার জ্বালায় কাঁদছে একটি দুধের শিশু
প্রসূতির লাশ নিয়ে যাচ্ছে পুলিশ
পোষ্টমর্টেম রিপোর্টই বলতে পারবে-
খুনের রহস্য।
সন্তানের চিৎকারে মায়ের লাশ জেগে উঠতে চায়
উৎসুক জনতার ভিড়ে কেউ একজন-
নামি দামি লোক ল্যাকটোজেন কিনে দেয়,
দুধের শিশু ঘোল খেয়ে বাঁচতে চায়।
এটাকে কি কবিতা বলা যায়?


ছাত্রজীবনে যার উপাধি ছিল ‘বিদ্যাসাগর’
তার ভগ্ন দুটি পা রিকশার প্যাডেল ঘুরায়
মাঝে মাঝে দরদ ভরা কণ্ঠে;
গেয়ে ওঠে ফকির লালনের গান
ছন্দে ছন্দে তালমিলিয়ে যায় রিকশাওয়ালার হর্ণ।
এটাকে কি কবিতা বলা যায়?


চলচ্চিত্রের নায়িকা হতে গিয়ে
সব বিলিয়ে দিল মেয়েটি
চাইতো শুধু একটা মাত্র সুযোগ
বিনিময়ে সব নিয়ে নিল সিস্টেম।
একদিন পতিতালয়ে থিয়েটার গড়ে মেয়েটি
খদ্দের যেখানে নায়ক,খদ্দের যেখানে ভিলেন
একই সাথে চলে প্রেমিকা আর ধর্ষিতার অভিনয়।
দেয়ালের পর্দায় নিজের অভিনয় দেখে
নিজেই হাততালি দিয়ে লাফিয়ে ওঠে নায়িকা।
এটাকে কি কবিতা বলা যায়?


ছোট্ট ছেলেটির কাঁধের স্কুল ব্যাগটি
রূপ নিয়ে হয়েছে একটি বস্তা,
তারপর থেকে সবাই তাকে টোকাই নামে ডাকে
ক্লাসরুমের বদলে ডাষ্টবিনে মিলেছে তার শিক্ষা।
টুকিয়ে টুকিয়ে খায়,আবর্জনা খায়
অনাহারে পেটে গামছা বেঁধে বসে থাকে।
এটাকে কি কবিতা বলা যায়?