বকুলতলায় ফুল কুড়াতে তোমার আনাগোনা
ভয় পেয় না,আর আঁচল ধরে টান দেব না
পাগলামিতে ভাসতে যদি হত কত পাগলামি
দুচোখ বুজে বলে দিতাম এই যে 'তোমার আমি'।


তুমি যে প্রস্তরসম হৃদি নিয়ে এলে বালিকা
আমার কাঁচের হৃদয় চুরমার হয়ে লেখে কথিকা
ফুলের মালা শুকিয়ে গেল কত  দিলে ফেলে জলে
একটি মালা আমার গলে লেখা ছিলনা ভালে।


নৃত্যে তোমার দোলে যখন বকুল গাছের ডাল
আলতা রাঙা পায়ের তালে কম্পিত পাতাল
আমারে টানে সে ভূকম্পন,বেড়ে যায় হৃদস্পন্দন
সরষে ফুলের মাঝে বসে তোমায় করি আলিঙ্গন।


শূন্যে উড়ালে চিকন কোমর আমার আকাশে বজ্রপাত
নাইবা যদি বাসবে ভালো হানলে কেন চুড়ির আঘাত
এক বিন্দু প্রেমে সকল আঘাত মেনে নিতাম দুষ্টুমি
শিকল পড়ে বলে দিতাম এই যে 'তোমার আমি'।