আম্রকাননে সুমধুর ঘ্রাণে আকুল হয়েছে মন
পাকা আম খাবে, কাঁদছে খুকু সকাল থেকে সারাক্ষণ
উত্তপ্ত গ্রীষ্মে রুক্ষ মিহির তৃষ্ণায় মারে পথিক
একটি পাকা আমের যাদুতে জুড়ায় হিয়া ঠিক।


টসটসে পাকা আম বৃন্তে শোভা পায়
তাই দেখে লোভী জিভে জল এসে যায়
যুবতীরা যদিবা কাঁচা আম চেনে
আমি ভাই মিঠেপ্রেমী তাই নেব না মেনে।


অমৃতরসে ভরা কিছু আম বর্ণচোরা
বাকিসব ধরে রং দেখে মন আত্মহারা
সৃষ্টির মধুরতায় আম এক ফল
খেলে পরে বুঝবে যাদু আমজনতার দল।