পদরজ পেয়ে তোমার জগ-জন দিশেহারা
খুশির জোয়ারে ভেসে মারুত উড়ায় ঘুড়ি
পত্র-পল্লবী,ভবি, জাহ্নবী,পদ্মাবতী আত্মহারা
তোমা দর্শনে কত্থক নাচে দেখ আশি'র বুড়ি।


বিদ্রোহে তব ফুলে উঠেছে সমুদ্র লহরী
রণসঙ্গীতে বাহুবলী দিয়েছে যুদ্ধের আহ্বান
সর্বহারা অকূল পাথারে আজ ভাসিয়েছে তরী
প্রতিবাদী বঞ্চিতের কণ্ঠে বাজে দেখ সাম্যের গান।


রমনী বাঁধছে খোঁপা পড়বে তারার ফুল
অন্তহীন অপেক্ষায় উন্মাদিনী কতশত নার্গিস
খুঁজে খুঁজে হয়রান,তোমার সন্তান অনিরুদ্ধ ও বুলবুল
তুমি যে বাংলার ভোরের বাতাসে দোয়েলের শিস।


তুমি এলে বলে ধূমকেতু,জাগে ভাঙার গানে ধরা
তোমার গানে দুষ্টরে হানে মাহুতের অঙ্কুশ
তুমি এলে বলে নজরুল,সবাই তরুণ নাই কোন জরা
তুমি দিয়েছ ভুলিয়ে জাত-বেজাত,আমরা সবাই মানুষ।