মাতা বলে পিতা বলে,বলে গুরুজন
"সুপথ চিনে অবুঝ, হয়ে যা মানুষ"
বইয়ের পাতা সাক্ষী!আরম্ভিল রণ
আমি মানুষই বটে,তোমরা বেহুশ।
দেখিনাকো কোন পথ,সবে বিপরীত
মানবাকৃতির তনু মানুষ নিশ্চয়
কেন তবে অমানুষ?খুঁজেছি বিহিত
পাছে হয় জানাজানি,ত্যাজ্য হতে ভয়।


বাবরকে চিনতাম মুঘল সম্রাট
ইতিহাস পড়ে জানি মানুষের সংজ্ঞা;
মেথরপুত্রের হয় হস্তীর বিভ্রাট
অস্পৃশ্য প্রজারে রাজা করেনি অবজ্ঞা;
শিশুর প্রাণ বাঁচিয়ে রাজা মৃত্যুঞ্জয়
দিয়ে গেছে মানুষের সত্য পরিচয়।