তোমরা যদি ভুলে যেতে সাদা-কালোর ভেদ
সূর্য থেকেই রূপালী চাঁদ নাইবা করি জেদ
শিক্ষিত হলে,দিব্যজ্ঞানে ব্যর্থ! না বুঝে দেহতত্ব
মাটির ঘরের বেড়া খুলে শিখে নিও আসল সত্য।


কাক দেখে যে আগলি বলো, ঘেন্না করো
কোকিলটারে ভালবেসে জড়িয়ে ধরো
গোলমাল বেঁধে গেল তাইতো! না ছাই
রং কিন্তু ঠিকই আছে দৃষ্টিভঙ্গি বদলাই।


তোমারে যে গড়ে বিধি, তার হস্ত নড়ে
যবে নিন্দা, উপহাস তব তার সৃষ্টির প'রে
কেউ নয় কালো আদতে কেউ নয় সাদা
কেউ নয় অপূর্ণ ধরণীতে কেউ নয় আধা।


মানুষ নামে পরিচিত সকল দোপেয়ে
রংখেলাতে কলংকিত নারী-পুরুষের বিয়ে
রংয়ের এই রং-তামাশা আজি যেও ভুলে
না হলে যে ধরবে ফাটল মানবজাতির মূলে।