একটি প্রলয় কবিতা
লজ্জায়,অপমানে,অত্যাচারে,নিষ্পেষণে
কামানের গোলার মত ছুটে এসে লণ্ডভণ্ড করে দেয়
বিভীষিকার চক্রব্যুহ।
একটি প্রলয় কবিতা
বিদ্রোহের সুরে বাজায় ধনুকের টঙ্কার
পদাঘাতে দলিত হয় দানবের অহংকার।
একটি প্রলয় কবিতা
পৃথিবীর সকল বঞ্চিত প্রাণের মিলনমেলায়
অগ্নিকুণ্ড জ্বালায়,ধূমায়মান পৃথিবীর আকাশ দেখে
কয়েক পা পিছনে সরে যায় মানবতার শত্রু।


অনিবার্য পরাজয় দেখে শাসক এসে
অবৈধ কালো টাকার বস্তা ঢেলে দেয়-
উত্তরে উন্নত শির প্রলয় কবি বলে,
"কাব্যের পিপাসা পাগলাটে যুবকের নষ্ট মগজ,
বৃদ্ধের উন্মত্ত যৌবন,ষোড়শী'র উদাত্ত আহ্বান।
তোমরা সেখানে অর্থের লোভ দেখালে কবিতা ফিরেও তাকায় না;
অন্ন,বস্ত্র তারেই ফিরিয়ে দিও যার সবকিছু লুটে নিলে
অন্যথা একটি প্রলয় কবিতা
তোমাদের উড়িয়ে-গুঁড়িয়ে চূর্ণবিচূর্ণ করে দেবে।"


বিকৃত হয় না,বিক্রীত হবে না
দুর্বলের প্রবল শক্তি
একটি প্রলয় কবিতা।