ছিলে তুমি ভালোই ছিল আমার কল্পনায়
ছিলে তুমি ভালোই ছিল শুধুই কবিতায়
বাস্তবে যখন সামনে এসে দাঁড়ালে-
আমার চোখে রেখে চোখ
তুমি অমন করেই হাসলে-
যেন আমি চিরতরে হারিয়ে গেছি
তোমার প্রেমে,পারিজাতের স্বর্গরাজ্যে।
মধুর এক জ্বালায় আমি চিরদুঃখী
তবু যেন মন বলে আমিই চিরসুখী।


তুমি অমন করেই হাসলে কেন?
স্নিগ্ধ ভোরের চিরতরুণ সূর্যের মত
পূর্ণিমার আকাশজোড়া জোৎস্নার মত
ফোকলা দাঁতের শিশুর মত নিস্পাপ কোমলতায়
আমি চিরতরে ডুবে যেতে চাই
তোমার মাঝে,তোমার ঠোঁটের যাদুতে।


তুমি অমন করেই হাসলে কেন?
ঠিক আমার কবিতার মত
ঠিক আমার মনের মত।
তুমি যে অনন্তকালের প্রেম আমার
চির আপনজন তুমি কভু নও পর
তুমি এলে সত্যি সত্যি,
আর অমন করেই হাসলে বলে
নিজেই নিজের নাম দিয়েছি কলির জাতিস্মর।