নেহাতই কমে গ্যাছে শরীরের রক্ত কনিকা,
যৌবনের শেষ প্রান্তে সাহসের নামে যবনিকা।
রক্ত রঙীন ছিল বহমান ধমনী শিরাতে,
ছুটন্ত মন ছোটে চালকের সাহসিকতাতে।
ব্যাকুলতা ছিল তার, প্রাণ ছিল ধাবমান নদী,
বাধা'ই না'মানা তার জীবনের গার্হস্থ অবধি।
কৈশোর মন তার হারিয়েছে স্থাবরের জলে,
সাহস দিয়েছে ভুলে শাসকের দুহাত বদলে।
মোহরুপী জীবানুরা বাধা দেয় আবর্ত স্রোতে,
নির্দেশও হারিয়ে যায় তর্জনীর অগ্রভাগ হতে।
উৎসাহী সব কনা হয় ক্রমে সব উদ্বায়ী,


মুখের আস্ফালন যা ছিল তা পুড়ে সব ছাই।
তাকেই প্রশ্ন করে তার ছায়া তফাতে বসিয়া,
তোর না'কি এ বয়সে দ্যাখা দিল শেষে অ্যানিমিয়া?
দুচোখ ফ্যাকাসে হয়, এ কী হল? রক্তহীনতা!
আয়নায় ধরা পড়ে বিবর্ন কা-পুরুষতা।।