বাঁধ ভেঙে যার বসত ভেসেছে
তাদের কান্না সমাধি পেয়েছে,
করিনিতো উপলব্ধ,
আমার দালানে বিদ্রূপ করে
আতসবাজির শব্দ।


এখানে সবাই নতুন পোশাকে
নব নব সাজ সাজে,
চা'এর দোকানে বংশী তখনো
ব্যস্ত রয়েছে কাজে।
তার শৈশব আঁধারেতে আজও
দিচ্ছে যে হামাগুড়ি,
আমার ছেলেটি আনন্দে মেতে
জ্বালিয়েছে ফুলঝুরি।


আমার বাড়িতে আলোকসজ্জা
ঝিকিমিকি চারিদিকে,
ঝুপড়ির ওই লন্ঠনটুকু
ক্রমশ হচ্ছে ফিকে,
ডুবছে আঁধারে অচেনা কুসুম
আমাদের মুখে হাসি,
হ্যাপি দীপাবলি জানিয়ে বেড়াই
যাদের'কে ভালোবাসি।


রাতের আকাশে হাউই ছেড়েছি
বারুদের রোশনাই,
আমাদের মনোরঞ্জন করে
ওদের আঙনে ছাই।
ছায়ার আড়ালে রয়ে গেল যারা
হয়ত আজও বুঝলনা তারা
কীরকম দীপাবলি
আলোয় আলোয় সেজে আছে হেথা
আমার শহরতলী।।