যে বেড়ালটি মরে গ্যালো আজ
হয়তো তাকে ছুঁয়ে দিলে উষ্মতা
বেঁচে থাকতো আর একটা শীতকাল
কিন্তু চেষ্টা না কোরে-
যেতে দিয়েছি তাকে
সেই পথে, যেদিকে হেঁটে হেঁটে-
চলে যায় জীবন, একমুখী-
ঐ পথটা আমি দেখিনি, কেবল-
ঘুমের ভেতর দেখেছি
সোফার নিচে, অপেক্ষা কোরছে-
একটা শরীর, তাকে নিয়ে বসে আছে
মৃত্যু, অদৃশ্য-
ঘাপটি মেরে আছে কোথাও
ঘরভর্তি অন্ধকারের ভেতর-
আমি ফ্ল্যাশ জ্বেলে দেখেছি
সোফার নিচে, শুয়ে আছে আমার-
মেও ডাকা পোষা জীবন।