এইযে এতো ভোগান্তি, এতো বিপত্তি, এতো তছনছে বিভ্রান্ত জীবন
এরা সবাই, এরা সকলে শুধু উপলব্ধি করাতে ব্যস্ত হিসেব আর প্রমাণ দিতেই ব্যস্ত
তুমি আর আমি, আমরা কতোটা আপন।
কিন্তু এ আর নতুন কি? এ বহু পুরনো খবর।
কি এক জঞ্জালে ফেসে আছো বিপত্তি আমার!
কি এক শহরে আটকে গ্যাছো!
মথার ওপর চারপাখার ফ্যান- তবুও বাতাস নেই অভিযোগ। আরামদায়ক বিছানায় শুয়ে বসে
আরাম মিলছে না কোনোভাবে। ঘুম নেই, ঘুম হচ্ছে না রাতে। দিনের পর দিন পর্দার শ্বাসকষ্ট, আলোও ঢোকে না ঘরে। এতো কিছু ঘটে যাচ্ছে। এতো এতো ঝামেলা, এতো এতো পরিবর্তন--
এ শহর তবু কিচ্ছু জানে না। এই বাড়িটাও বেখবর। এরা কেউ জানে না যে--
ভেতরে মার্বেল মেঝে, মাথার ওপর টেকসই ছাদ- সুখ দিচ্ছে না ঝুলন্ত ছ'বছর।
কিন্তু আমি জানি। আগাগোড়া সবটাই জানি। শুরু থেকে শেষ-- আমি ছাড়া কে রাখে এসব খবর?
শুধুশুধু মিথ্যের ফ্রেমে সেটে আছো। নামো, শিগগীর নেমে এসো। ছেড়ে এসো ঐ শহর।
বিপত্তি, প্রিয় বিপত্তি আমার-- স্থির ছেড়ে চলমান চিত্রে চলে এসো। জীবনে ফিরে এসো।