কোন এক ভাঙ্গনের রাতে কথা দিয়েছিলাম তোমায়
কথা দিয়েছিলাম আজীবন পাশে থাকবো
যেনো একটা অলিখিত চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো সেদিন
কিছু স্বপ্ন আর আমাদের ভালবাসা মাথা উচিয়ে অস্তিত্বের জানান দিয়েছিলো
তারপর কতোদিন কেটে গেলো
কথাদের মেঘ জমে আকাশটা কালো হলো
হাওয়া, জল, কাদামাটি
কতো রাত ভোর হলো
সময়ের ঘুর্ণিতে ঘুরতে ঘুরতে কয়েক পাক,
হঠাৎ আপন কেন্দ্র থেকে ছিটকে তুমি আমি আজ ভিন্ন কক্ষপথে
ইস, সময় কতো দ্রুত ব্যবধান বাড়িয়ে দেয়।