দু হাতে ধ্বংস করবো বলে
এক হাতে সৃষ্টি করি অসংখ্য মৃত্যু
এ শরীর খুব দ্রুত বদলে যাক ধ্বংসস্তুপে
সমস্ত স্বপ্নের চোখ উপড়ে ফেলে
হাত ধরাধরি কোরে
এসো ঝাপ দেই পরস্পরের বুকে
আর একটিবার মৃত্যুকে ভালবাসে
মোমের মতো গলে যাই
মৃদু আঁচে, ভীষণ ধীরে।


শেষবার মরে যাবার পরে
এ শহরে অগণিতবার সন্ধ্যে নেমেছে
ঝড় থামবার সাথেই আবার গম্ভীর হয়েছে আকাশ
ভরা জোয়ারে প্রবলভাবে কেঁপে উঠেছে নদী
কিন্তু কোথাও জলচ্ছ্বাসের কোনো খবর নেই
বরং জলের তলে মাটি এখনও শুকনো।


এসো আজ দুজনে দাঁড়াই দূরত্বের খুব কাছাকাছি
ঢেউয়ের পর ঢেউ সাঁতরে নতুন মৃত্যুর খোঁজে
একটু কোরে হারিয়ে যাই ধ্বংসের খুব গভীরে।
নিজেদের সরিশৃপ ভেবে
পেঁচিয়ে যেতে যেতে
খুব কোরে ভালবাসি
তারপর বুকের খাঁচা ভেঙ্গে প্রবেশ কোরি একে অন্যের ভেতর।


আজ সমস্তকিছু থেমে থাকুক দ্বিধায়
এসো পাপ গুলো মুড়ে দেই প্রেমে
চুমুতে মুছে দেই গভীর সব ক্ষত
এসো নতুন কোরে সৃষ্টি কোরি
সৃষ্টি কোরি এক পৃথিবী ধ্বংস।