আরও কয়েকটা বছর
রাতের ভেতর দিয়ে চলে যাচ্ছে
যেনো একটা সুরঙ্গ
তার ভেতরে পৌছানোর জন্য
আমাকে আরও কয়েকটা কবর খুড়তে হবে
অথবা খুব ভোরে
জ্বর গায়ে ফিরে যেতে হবে
ফিরে যেতে হবে পেছনে
কয়েকটা বছর
যেখানে আলো নেই
যেখানে দিন নেই
যেখানে শুধু একটা নদীর
অবিরাম বয়ে চলা আছে ওয়াইনের গ্লাসে
যেখানে শুধুই গিলে ফেলা আছে
ঢোকের মতো চাপ দিয়ে
হজম করা যায় যেকোনো পরিস্থিতি
অথবা যেখানে কোনোই "অথবা" রাখা যায়নি
যেখানে ঘুম মানে শুয়ে থাকা কেবল
যেখনে কোনো জ্যাম নেই
ফাঁকা রাস্তায় ক্লান্তিজনিত যেকোনোকিছুকে
ওভারটেক করা যায়
খুব সহজে বেঁচে থাকা যায় কঠিন জীবনে
পাশ কাটালেই জিতে যাওয়া যায় সবকটা রেস
কেবল সময়ের সঙ্গে বাজি ধরে
জিতে নেওয়া যায়না প্রেম
অথবা পবিত্র কিছু
জুয়ার আসরে অনেক নিয়েও
ফিরে আসতে হয় খালি হাতে
এবং আরও কয়েকটা বছর
রাতের ভেতর দিয়ে যেতে দিতে হয়।