জীবিতদের স্তুপে দাঁড়ালে-
খালি মৃতের মুখ দেখি
দেখি চোখ সয়ে যাওয়া মৃত্যু
দেখি আত্মগ্লানি ঝুলে পড়ছে ব্রিজের নীচে
ব্যর্থতা লাফিয়ে পড়ছে ছাদ থেকে
কেউ সিলিঙে, কেউ রেলে
দেখি কোনো কোনো সম্ভাবনা মাথা দিচ্ছে চাকায়
চলন্ত ব্লেড, ঘুমের বড়ি, ছুরির ধার এবং অন্যসব-
উপায়
চাপিয়ে দেয়া বিভিন্ন প্যাকেজ প্লান
বিভিন্নরকম চিন্তাভাবনার অফার নিয়ে-
মৃত্যু ভীর করে মাথার ওপর, মাথার ভেতর
যেনো উড়তে থাকা পতঙ্গ অথবা মুক্তির দূত
সকালবিকাল এরওর কাঁধে বসে
শুধু মন্ত্রণা দিতে থাকে।