এখনো যারা নিজস্ব নিরাপত্তা বলয়ে বসে ভাবছেন নিজের কথা
সব স্বভাবিক এবং শান্তিপূর্ণ আছে ভেবে বাড়ি ফিরে এখনো যারা ঘুমোবার প্রস্তুতি নেবেন বোলে ভাবছেন, আপনাদেরকে বোলছি


সম্মানিত শিক্ষক এবং অভিভাবকগন, আপনাদেরকেই বোলছি- আপনাদের ছাত্রদের, আপনাদের সন্তানদের হাত ধরে বেড়িয়ে আসুন
তাদের জন্য, তাদের জীবন এবং ভবিষ্যতের কথা চিন্তা কোরে নেমে আসুন


নিজের চোখে চোখ রেখে
আপনার ছাত্র-ছাত্রী আর সন্তানদের চেহারা, তাদের নাম গুলো স্মরণ করার চেষ্টা কোরতে কোরতে বেড়িয়ে আসুন রাস্তায়
দাঁড়ান এবং প্রশ্ন করুন নিজেকে


প্রশ্ন করুন সেইসব মুছে যাওয়া রোল গুলোর কথা চিন্তা কোরে
গতোকাল থেকে যাদের উপস্থিতি নেই, থাকবেও না কখনো
প্রশ্ন করুন সেইসব কিশোর-কিশোরী, সেইসব তরুন-তরুনীদের-  "উই ওয়ান্ট জাস্টিস" শ্লোগানে যারা রাস্তায় নেমেছেন
প্রশ্ন করুন এক জোড়া লাল জুতোকে যার রং শাদা থাকবার কথা
প্রশ্ন করুন ঘাতকদের দালালী করা মন্ত্রী মহোদয়কে, যিনি অন্যায়কে জাস্টিফাই কোরতে হাসিমুখে ক্যামেরায় দাঁড়ান
প্রশ্ন করুন সেইসব পুলিশদের যারা কলার চেপে ধরেন
নির্দ্বিধায় গুলি চালান, লাঠিচার্জ করেন
এবং
যাদের পাশে দাঁড়িয়ে থাকে পলিটিক্যালি কারেক্ট ছাত্র সংগঠন


উঠে দাঁড়ান
আপনার পরিচয় জানতে চাওয়ার আগে
মাননীয় সরকারের মুখে ছুঁড়ে দিন - "হু দ্যা হেল ইউ মাদারফাকার?"


সময় এসে গ্যাছে
এবার শিরদাঁঁড়াটা টান কোরে
পুনরায় প্রশ্ন করুন নিজেকে-
ক্যানো নামবেন রাস্তায়? কিসের জন্য এবং নেমে কি পাবেন?