হয়তো'র পেটে শুয়ে আছি ভ্রূণ হয়ে
গর্ভের ফুলে ঘুমিয়ে আছি
যেনো সম্ভাবনার সন্তান
জন্মাচ্ছি না মরেও যাচ্ছি না এখন
কিন্তু আমি জানি আমি মরে যাবো
আমি জানি আমার ডানে, আমার বায়ে,
পায়ের তলায়,  মাথার ওপর ঘোরাফেরা কোরছে মৃত্য
আমার পরওনা পড়ে ফেলেছি আমি


আমি জানি আমি মরে যাবো খুব তাড়াতাড়ি
নরখাদকের ঠোঁটে চুমু খাবার পরে
কে ফেরত পেয়েছে নিজের ঠোঁট?


আমি জানি কবিতা, তোমাকে লেখবার পর কেউ বেঁচে থাকে না
আমি এয়ো জানি, তুমি আমাকে লিখে ফেললে
আমি আর কখনোই লিখতে পারবেন না তোমাকে  
তবু কবিতা, প্রিয় আততায়ী আমার
মেরে ফেলবার আগে
জবাই করবার আগে
আমাকে দিয়ো পৃথিবীর তিনভাগ
আমি পিয়ে খাবো পানযোগ্য সমস্ত সমুদ্র
সবকটা মিঠাপানির উৎস, ঝর্ণা আর নদী
অসীম পিপাসা নিয়ে মরতে চাইনা কবিতা
আমি মরতে চাইনা তোমাকে লিখে ফেলবার আগে।