আপন মনে স্‌বপ্নলোকে স্‌বপন সৃজীয়া,
ফের কেনো ভেঙ্গে ফেলো খেয়ালে মজিয়া?
সুখ সেতো বুনো হাওয়া
কি করে থামিবে?
ছায়ার মাঝেই আপন কায়া
কেমনে বুঝিবে?
আনমনে সুর তুলে গলা ছেড়ে গাও
দেখ তবে সুখ তুমি খুঁজে যদি পাও!
মন ওরে কাঁদ কেন?
কার লাগি ভাবো?
সে ও কি ভাবে তোমায়?
উত্তর খঁজিয়ো....
সব ভুলে হেটে চলো সীমানা পেরিয়ে
যাও তবে পারো যদি, যাও হাড়িয়ে!
সুখ-দুখ আপনাতেই
যেটা খুশি নাও...
পারো যদি ভুলে যেতে সব ভুলে যাও!
মুছে ফেলো আছে যতো দুঃখ কিংবা ক্লেশ,
দেখবে তুমি চীর সুখী
তোমাতেই রবে বেশ!!!