দুরত্ব, সে তো একপলকের ব্যাবধান!
চোখ বুজলে তোমায় দেখি।
এইতো, অনুভবে অস্তিত্ব একাকার!
তুমি আমি লাল নীল তারা গুনি রাতের আকাশে!
ইচ্ছে হলেই ছুয়ে দেই,
হাটি কল্পলোকের আনাচে কানাচে।
ঘুরতে ঘুরতে কোন এক অন্ধ গলি!
গোলকধাঁধা নাকি সরল?
ঠিক ঠহর করা কঠিন!
মন চাইলে ঘুরে ঘুরে ভবঘুরে,
নয়তো এক ছন্দহীন বাউল;
ভেসে যাওয়া কিছু সুর!
এইতো, হাটতে হাটতে কিছুদুর!!
দুপুর গড়িয়ে সন্ধ্যে।
সুঁতোয় বাঁধা সময়,
তবুও যেন ইচ্ছে করেই ভুলে যাওয়া!
নয়তো ইচ্ছেকৃত ভুল!
একাকীত্ব ছাপিয়ে তুমি আমি
দুজনে দুজনার ছায়া!
ইচ্ছে হলেই কয়েক ফোটা জলে ভিজি!
তপ্ত রোদে ছায়া খুঁজি তোমার মেঘ ঘন চুলে,
কোথায় যেন হাড়িয়ে যাই;
খুঁজে খুঁজে হন্ন!
কিসের যেন টানে, ফের কাছে আসি!!
ভালবাসি, ভালবাসি শুধুই ভালবাসাবাসি!
ভাবনা আমার চিরকল্পের সত্যভান,
স্বপ্ন, সে তো বাস্তবতার প্রতিচ্ছবি!
রোজই দেখি....