চাইনা তোর ভালবাসা
তুই চেপে রাখ তোর ভেতরেই
চেপে রাখতে রাখতে একদিন ঠিক বিষ্ফোরিত হবে আগ্নেয়গিড়ির মত
কি করে আটকাবি সেই লাভা
উত্তপ্ত তরল পুড়িয়ে দেবে তোর গোটা অস্তিত্ব
সব জ্বলে পুড়ে ছাই
আমি সেই আগুন ছুঁয়ে দেখবো, দেখবো তোর আগুন কতোটা পোড়াতে জানে


আমি চাইনা তোর ভালবাসা
ভাসিয়ে দে গভীর জলে
ভাসতে ভাসতে যেদিন ভেসে যাবি সাগর মাঝে
দেখব কতটা সাঁতার জানিস
ক্লান্ত হয়ে যখন ডুবে যাবি অতল তলে,
আমি পানকৌড়ির মতো সেই জলে ডুব দেব
দেখব কতটা শ্বাস বাকি আছে তোর ভেতরে


চাইনা তোর ভালবাসা
তুই ফিরিয়ে নে মেঘের ভাঁজে।
জমতে জমতে যখন সমস্ত নীল হয়ে উঠবে কালো
দেখব কতদূর উড়তে পারিস
যখন ফোটায় ফোটায় ঝরে পরবি, দেখব কি করে সামলে রাখিস


চাইনা তোর ভালবাসা
তুই মিলিয়ে দে বাতাসে
নিঃশ্বাসে বিষাক্ততা
সূক্ষ বায়ুকণায় তোর নির্ভেজাল বিষ
যেদিন বিষে ভরে যাবে তোর বুকের হাফর, দেখব কি করে বাঁচিস


আমি চাইনা তোর ভালবাসা
আর ফিরে চাই না
তুই ফিরে এলে ফিরিয়ে দেব
বলব চাই না তোর ভালবাসা
আর চাই না তোকে।