আজ আলো নয়, চাই আঁধার নামুক
আঁধার নামুক শহরময়
ভেঙ্গে যাক সোডিয়াম বাতি
আর জোৎস্না হয়ে যাক ম্লান
নিগূঢ় আঁধার জেঁকে বসুক মনে
আজ আলো নয়, চাই আঁধার
চাই নিঃশব্দের নিঃস্তবদ্ধতা
আজ রাতে তারাগুলো খসে পরুক
নিভে যাক জোঁনাকের আলো
আজ আলো বেমানান
আলো নয়, চাই আঁধার নামুক শহরময়
আঁধার নামুক মনে
আঁধার নামুক প্রেমিকার প্রেমে
আলো চাই, আলো চাই বলে যারা চেঁচিয়ে বেড়ায়
আঁধার নামুক তাদের কণ্ঠে
জন্মান্ধের মতো আঁধার নামুক দু'চোখে
আমি ঘুমোতে চাই
ঘুমোতে চাই কয়েকটি রাত।