আমি বেশ আছি।


শুধু ভুলে গেছি সেই চোখ।
কম্পিত ঠোঁট, আর ঠোঁট গলিয়ে  জিহ্বার স্বাদ
কিংবা লালা বদলের পুরনো খেলাটা।
ভুলে গেছি স্পর্শের শিহরণ!
অথবা একটা হাত, হাতের রেখা।
মনে নেই আঙ্গুলের ছাপ
মুছে গেছে কারও নখের আঁচরের দাগ।
সব ভুলে গেছি, ভুলে গিয়ে বেশ আছি!