মুক্তিযুদ্ধ দেখিনি, পরিচয় নেই কোন মুক্তিযোদ্ধার সাথে।
শুধু দেখেছি জীবনযুদ্ধ,
ফুটপাতে অনাহারে!
কে রাজাকার জানি না, কারা স্বার্থবাদী চিনি না!
সাক্ষাৎ হয়নি মীর জাফরের, তাই চতুরতা বুঝি না!
খুব সহজেই বিশ্বাস করি পরিশেষে ঠকে যাই,
ঠেকে যায় পিঠ চারদেয়ালে!!


রাজনীতি বুঝি না!!
বুঝি দুবেলা ভাতের দাবী, মাথা গোজার একটা ঠাই, অনাগত উত্তরসুরির নিশ্চিত ভবিষ্যৎ!
এবার আর আর একটা সংগ্রাম হোক,
বিদ্রহ হোক চারদিকে!
দিকে দিকে স্লোগান
স্লোগানে স্লোগানে জয়গান আজ মুখরিত হোক,
'আমার রক্ত আমার ঘাম
আমার ঘোড়া আমার লাগাম!'