একবার ফাগুন রাতে -প্রেম এসেছিল।
স্বচ্ছ যৌবন নিয়ে
গোটা ঘর আলো ক'রে
মধ্যরাতে চুপিসারে।
কেউ জানেনি, কেউ দেখিনি
সবার অগোচরেই যেন এসে দাড়িয়েছিল সে
আর চুপটি ক'রে বসে ছিল এক কোণে
আমি লুব্ধ হয়ে চেয়ে থেকেছি শব্দহীন
অবাক হয়েছি
কৌতূহলে ছুঁ'তে চেয়েছি
বারবার
কিন্তু ছুঁয়নি
ভয়ে ছুঁয়ে দেখিনি - 'যদি আঁধারে মিলিয়ে যায়?
অপেক্ষা করেছি কিছু শব্দের উচ্চারণ শোনবার
প্রেম তখনও নির্বাক
কিছুটি বলেনি।
আমার শব্দগুলোও কেমনযেন আটকে গিয়েছিল জিভের ভাঁজে!
হঠাৎ নীরবতা ভেঙ্গে প্রেম এসে আমার অদৃঢ় কম্পিত হাতে হাত রাখল
কানে কানে এসে বলল____  'চুপ! শব্দ ক'রো না
কাউকে জানিও না
নইলে আমি মিলিয়ে যাব!


সেই থেকে আমি কিছুটি বলিনি
জানতে দেইনি কাউকে
মনের ভেতরেই জায়গা ক'রে দিয়েছি অভিমানী প্রেমের
ইচ্ছে হলে বার করি
চেয়ে থাকি কিছুটা আলাপ হয়
তারপর আবার গুছিয়ে রেখে দেই মনের আলমারীতে।