সুখেরা তো ছিল আজীবন যাযাবর
আজ এখানে তো কাল সেখানে।
কখনো এই বুক থেকে ঐ বুকে
এই চোখ ঐ চোখ জানি না কার চোখে
কখনো এই মুখ  ঐ মুখে
এই হাত ছেড়ে ঐ হাতে।


এখন কোথায় থাকে সুখেরা?
তোমার কাছে নাকি আমার কাছে?
অনুভবের অনুনয়ে চোখ বুঁজে স্বপ্ন দেখায়?
ওষ্ঠের চুম্বনে নাকি ভালবাসার লালসায়?
নাকি একান্ত কাছে শরীরে শরীর ঘেঁষে ঘন নিশ্বাসে?
জানি না সুখ কোথায় কতটুকু চাহিদায়!


জানি না কোথায় থাকে
দুধে ভাতে শান্তিতে? নাকি মদের বোতলে?
সুখেরা কি পথে পথে ঘোরে?
দিন শেষে ঘুমোয় রাত্তিরে? নাকি নিয়ন আলোয় জাগে?
পাখির ডানায় ভাসে? ফুলের গন্ধে মাতে?
সুখেরা কি নীলাকাশে থাকে? মেঘে মেঘে ওড়ে?
নাকি ঝরে পরে বৃষ্টির প্রথম ফোঁটায়?
কোথায় থাকে সুখেরা?