আমি কিছুই বলিনি সেইদিন- যেদিন আমার স্বপ্ন শৃঙ্খল কেটে তুমি বিদায় নিয়েছিলে।
আমিও খাঁচার দরজা খুলে দিয়েছিলাম
আর তুমি মুক্ত পাখিটির মতো উড়ে চলে গেছো,
পেছন ফিরে তাকাওনি
আমি কিছুটি বলিনি- শুধু চুপচাপ তোমার যাবার পথটায় তাকিয়ে থেকেছি।
ধিরে ধিরে তুমি এগিয়ে গেছো-  আর তোমার অবয়ব, তোমার দুটি ডানা স্পষ্ট থেকে অস্পষ্ট হয়ে গিয়েছিল
সাথে আমার দৃষ্টিও।


সেদিন দেখেছিলাম চেনা দুটো পা কি ক'রে দূরে চলে যাচ্ছে অনায়াসে।
দুটো মুক্ত পা! যে পায়ে একদিন ভালবাসার নূপুর পড়িয়েছিলাম
জানি না সেই নূপুর কবে শেকলে পরিনিত হয়েছিল
আমার ভালবাসা কখন কারাগার হয়ে বন্দী ক'রেছিল তোমায়,
আমি বুঝতেই পারিনি।
বিশ্বাস কর! আমি বুঝতে পারিনি যে পাখিটার সাথে ওড়ার কথা ছিল তাকেই খাঁচায় পুরেছি!
তুমি মুক্তির জন্য ডানা ঝাপটিয়েছিলে,
আমি শুনতে পারিনি সেই আর্তনাদ, সেই মুক্তির আকুতি
যখন বুঝলাম তখন বেশ দেরি ক'রে ফেলেছি।
তাই কিছুই বলিনি সেদিন,
শুধু চুপ ক'রে তোমার ওড়ার আকাশটার দেখেছি।
দেখেছি একটা মুক্ত পাখি তার মুক্তির আনন্দে উড়ছে
তাই কিছুই বলিনি।


যাও! তুমি ঊড়ে চলে যাও তোমার সীমানায়
সুখে থাক, সুখে ভাস, সুখেই বাঁচো!
আমার আকাশটা খোলাই আছে
তোমায় নিমন্ত্রন কখনো উড়তে উড়তে এই আকাশেও এসো!
আমি দেখবো তোমার মুক্তির সুখ
দেখবো তুমি কতটা সুখে আছো!