কিছুদূর যেতেই পথ ভেঙ্গে দুটো পথ
দেখি দুজনে দুই পথের বাঁকে।
কেন কিছু পথ রয়ে গেল না হাঁটা?
হাতড়িয়ে হাত আমি তোমায় খুঁজি
কেন আজ দুরত্ব এক পৃথিবীর?
ঝাঁপশা চোখে কাঁটাতারের সীমানা প্রাচীর
ওপারে তুমি, আর আমি এইপারে।
গতরাতের বাসি স্মৃতি আর পুষে রাখা কিছু ভুল
কেন নেয় না বিদায়?
কেন জলছাপ এঁকে যায় ডায়েরীর  পাতায়?


একমুঠো বিশ্বাসের মেলেনি আশ্বাস
কেউ দেয়নি এতটুকু সাহস বেঁচে থাকার।
দুঃস্বপ্নের ভিড়ে রোজ হাড়িয়েছে স্বপ্নেরা
একাকীত্বের জলে ডুবেছি আমি
বল হাত বাড়াই কার আশায়?
কে আছে আমার তুমি ছাড়া আর এতটুকু বোঝে আমায়?
পাথরে এই নগরে পাথরের সব মুখ, পাথর হৃদয়
আমি কড়া নেড়েছি প্রতিটি দরজায় আর থেকেছি অপেক্ষায়।
কেউ খোলেনি, খুলে দেখেনি একা আমি দাড়িয়ে অসহায়!


কাটছে সময় অন্তহীন ধোয়াশায়
ইচ্ছের আজ রং হয়ে গেছে ফিকে
আজ এত আলো তবু আমি আঁধারে।
বল আর কি ফেরা হবে না?
তুমি ফিরবে না আঁধার শেষে?
বল আরো কতদূর এই অন্তহীন পথচলা?
আর কত পিপাসা নিয়ে বেঁচে থাকা?
বল আর কত অপেক্ষা?


আমার প্রশ্নেরা করে বুক চিরে কাটাকুটি
আর উত্তররা নিরুত্তর!
আহত মন নিয়ে আজ নিঃশ্ব আমি
এক বিশ্ব হতাশা নিয়ে আর কত জেগে থাকা?
বল আরো কত অপেক্ষা?