গণতন্ত্র, তুমি কার ঠোটে চুমু খাও?
তোমার কামুক দেহ এলিয়ে লাশের ওপর শুয়ে থাক?
তুমি কি স্বার্থের নেশায় মাতাল হয়ে লাল রঙ্গে হোলি খেল?
তবে তোমাকে আমি চাই না!!


চারিদিকে শুধু লাশ আর লাশ,
আগুনের লেলিহান শিখায় উত্তপ্ত বাতাস
আর কাল পিচের ওপরে জমাট বাঁধা লাল!!
উফ!! বর্বরতা!! কি ভয়াবহ মৃত্যু!!
বাঁচার করুন আকুতি নিয়ে প্রাণপণ শেষ চেষ্টা!!
বাঁচাও!! বাঁচাও!! আমার আত্মচিৎকারে যখন বাতাস ভারি,
তুমি তখন কানে তুলো গুজে থাক।
আমি মায়ের বুকে নিরাপত্তা খুঁজি,
তুমি আমার মাকেও পুড়িয়ে মার!!
গণতন্ত্র তুমি আমাকেও যে বাঁচতে দিলে না!!
তবে কেন তোমাকে আমি চাইবো?


গণতন্ত্র, তুমি মন্ত্রীর আসনে বস
তুমি দেশ বিকিয়ে পকেট ভারি কর।
তুমি সুশীলের বেশে পর্দায় রোজ আস
মায়াকান্নায় অন্ধ নাটক কর।
গণতন্ত্র, তুমি বিরোধী হয়ে পিকেটিঁ ক'র
তুমি আমায় দেখে বোমা ছুড়ে মার।
বল, তবে কেন তোমাকে আমি চাইবো?


তোমাকে আর চাই না!!
আমি বাঁচতে চাই!!
আমি চিনিনা কোথায় আসন কার
আমি জানি না কে বিরোধী আর কে'বা সরকার!!
আমি রোজ দুবেলায় ডাল ভাত মাখতে চাই
আমার সন্তানের চোখে স্বপ্ন বুনতে চাই!!
আমি চাই না তোমায়
গণতন্ত্র, তুমি নিপাত যাও!!