গোলাপের কলির মতো তোমার ঠোট
আমি প্রজাপতিটার মতো সুযোগ খুঁজি কবে অনাবৃত পাপড়িরা আমায় স্বাগতম জানাবে।


আমি আলতো ক'রে তোমার ওপর বসে মধু পান করব আর গায়ে মেখে নেব তোমার সুগন্ধি
আমার ডানায় লেগে থাকবে হলদে পরাগ।
আমি অপেক্ষায় আছি অনেক বসন্ত ধরে
ক'বে তুমি মেলে ধরবে নিজেকে?


বহু বসন্ত এলো গেলো
তবু কাঙ্খিত সেই ঋতুরাণীর দেখা পেলাম না যার সঞ্জীবনী স্পর্শে তোমার ঘুম ভাঙবে
আমি পিপাসা নিয়ে সে ক'বে থেকে প্রতীক্ষার পালা গুনেই চলেছি
অপেক্ষা করছি পরের বসন্তের!!