তুমি কপাট সেঁটে ঝুলিয়েছো তালা
ঐ দ্বার নাকি রোজ খোল অন্য কারও ডাকে?
তোমার মনের করিডর ধরে নাকি চেনা দূটো পা হেঁটে বেড়ায়
আর ছোটাছুটি ক'রে যতো সুখেরা
আজ নাকি তার জন্য সব!!


এখন নাকি মাঝরাতে ভাঁজ খুলে, শুনেছি রোজ সুখের মোহরা চলে?
সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সুখের খোঁজে
বুকের পাঁজরে আঁকিবুকি খেলা
চলতে চলতে চলে আসে নাভীতল অব্দি
আর ঠোঁটের কার্ণিশে ঝোলে অন্য কারও ঠোঁট


শুনেছি রোজ জল মেপে মেপে  তল খোঁজ দুজনায়...
আর সে অমৃত ঢালে তোমার জিহবায়
তখন নাকি কেঁপে ওঠা হাতে শক্ত ক'রে চেপে ধর তার হাত?
তারপর ছায়াপথ ভেঙ্গে তোমার উষ্ম দেহ ধীরে ধীরে খসে পড়ে বিছানার ওপর...
আর সে নাকি তোমার চোখে ঘুমের চুমু এঁকে দেয়?
তুমিও তার বুকে মাথা রেখে তুমি রোজ ঘুমোতে যাও...
আর লাল নীল স্বপ্নেরা ভিড় জমায় চারিপাশে!!


তবে বেশ তো! সুখের জোয়ারে ভাস...
আমিও ভাসতে ভাসতে দিকভ্রান্ত নাবিকের মতো ভুল স্রোতে ভেসে যাব
ভাঙ্গা জাহাজের আধমরা ইঞ্জিনে কয়লা পুড়িয়ে হয়তো পৌছে যাবো কোন না কোন সৈকতে...